পঞ্চগড়ে ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগলের মেলা

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২১, ১৯:৩০

পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ‘ব্ল্যাক বেঙ্গল’ জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ‘ব্ল্যাক বেঙ্গল’ জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল এই মেলার আয়োজন করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন।

সভায় গরিনাবাড়ি ইউপি চেয়ারম্যান আলতামাস হোসাইন লেলিন, পঞ্চগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রধান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম মজুমদার, ডেইরি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেনসহ ছাগল খামারিরা উপস্থিত ছিলেন।

মেলায় ৪৮টি ছাগল নিয়ে অংশ নেওয়া জাকিউল ইসলামকে শ্রেষ্ঠ খামারি এবং ৩৫টি ছাগল নিয়ে অংশ নেওয়া আব্দুস সামাদকে ২য় শ্রেষ্ঠ খামারি হিসেবে একটি করে এলইডি টেলিভিশন পুরস্কার দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :