করোনা প্রতিরোধে মাঠে ফরিদপুর জেলা পুলিশ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২১, ১৪:৪৪

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আবার মাঠে সক্রিয় হয়েছে ফরিদপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় করোনা বিষয়ে জনসচেতনতা তৈরিতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর সার্কেল সুমন চন্দ্র, টি এস আই তুহিন লস্কর, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন, ওসি তদন্ত শহিদুল ইসলাম প্রমুখ।

এই কর্মসূচি চলাকালে পথচারী ও রিকশা-অটোতে চলাচলকারীদের মুখে মাস্ক পরিয়ে দেন পুলিশ সদস্যরা। পাশাপাশি করোনার ভয়াবহতার বিষয়ে মাইকিং করা হয়।

পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, ‘জনসাধারণকে আমরা করোনার ভয়াবহতার বিষয়টি আবারও মনে করিয়ে দেয়ার চেষ্টা করছি। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করাসহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।’

জেলা পুলিশের এই কর্মসূচিতেও স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ নেন।

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১২৩ জন, আর আক্রান্ত হয়েছে প্রায় নয় হাজার। এখনও চিকিৎসা নিয়েছেন ১২৮ জন।

(ঢাকাটাইমস/২৫মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :