লকডাউন আতঙ্কে বড় দরপতন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৫:০৮
অ- অ+

দেশের উভয় শেয়ারবাজারে রবিবার দরপতন হয়েছে। এদিন সূচকের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দরে পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, সামনে কঠোর লকডাউন আসছে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দিয়ে আবার নতুন নিয়ম করা হয়েছে। সব মিলিয়ে আতঙ্কে বাজারে দরপতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৫২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৩৫ পয়েন্ট কমে ৯ হাজার ৫৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯২ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকা।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/আরএ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Nexus Café Palace & July Revolution Memorial Library Inaugurated in Baridhara
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা