ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২ মামলা, গ্রেপ্তার ৬০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৬:৩২| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৬:৪৬
অ- অ+

হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে গত ২৬ থেকে ২৮ মার্চ হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আরও দুটি মামলা হয়েছে। ইউনাইটেড কলেজ ও র আ ম উবায়দুর মোক্তাদির মহিলা কলেজের পক্ষ থেকে মামলা দুটি করা হয়।

এ নিয়ে এ পর্যন্ত ৫১টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটি মামলা।

এসব মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত সর্বমোট ১৬৮ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, সহিংস ঘটনাগুলোর প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, এখন পর্যন্ত জেলার তিন থানায় ৫০টি মামলা ও রেলওয়ে থানায় জিআরপি পুলিশের পক্ষ থেকে আখাউড়ায় একটি মামলাসহ ৫১টি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা