বন্ধু আসলামের জায়গা নিতে চান ডিপজল

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৫:০৫ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ১১:৩৬

গত ৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক। ফলে ওই আসনটি বর্তমানে শূন্য। সেই শূন্যতা পূরণ করতে চান অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। আসলামুলের আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান একসময়ের ভয়ংকর এই খল অভিনেতা।

ডিপজল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেন, এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী।’

ঢাকা-১৪ আসনের প্রয়াত সাংসদের স্মৃতিচারণ করে ডিপজল বলেন, ‘আসলামুল হক আমার ছোটবেলার বন্ধু। আমার সঙ্গে ‘তুই তুই’ সম্পর্ক। ও এভাবে হুট করে মারা যাবে ভাবতেই পারিনি। কয়েক দিন আগেও ওর অফিসে দেখা হলো, আড্ডা হলো। কে জানতো ও এভাবে আমাদের ছেড়ে চলে যাবে।’

অভিনেতা আরও বলেন, ‘আজীবন নিজের জন্য করেছি। এবার মানুষের জন্য কাজ করতে চাই। আমি আমার সবকিছুর বিনিময়ে এবার মানুষের সেবা করতে চাই। আমার বন্ধু আসলামুল হক অকালে না ফেরার দেশে চলে গেল। তার জন্য হলেও আমি মিরপুরের এই আসন থেকে নির্বাচন করতে চাই।’

ডিপজল এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে নৌকার টিকিট চেয়েছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন দেওয়া হয় আসলামুল হককে। তবে গুঞ্জন রয়েছে, ডিপজল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এই দলের ব্যানারে তিনি কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অভিনেতা বলেন, ‘আমি কোনো কালেই বিএনপি ছিলাম না। আমাকে বিএনপি বানিয়ে রাখা হয়েছিল। বিএনপির কোথাও আমার নাম নেই। আমার প্রথম দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষেই নির্বাচনে অংশ নিতে চাই।’

এছাড়া তিনি বিএনপি নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বলেও দাবি করেন ডিপজল। তার আরও দাবি, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর হয়েছিলাম বলেই আমি এত জনপ্রিয়।’

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :