রাজবাড়ীতে নারী ধর্ষণের অভিযোগে শিষ্যসহ কবিরাজ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ১৩:০০
অ- অ+

রাজবাড়ীতে নারী ধর্ষণের অভিযোগে শিষ্যসহ এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার রাতে ওই নারী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা করেন। মামলা করার চার ঘণ্টার মধ্যেই পুলিশ ওই মামলার আসামি কবিরাজ মান্নান ও তার শিষ্য ফারুককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ এবং তার সহযোগী চর বাগমারা গ্রামের ফারুক বিশ্বাস।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জানান, তিনি বেশ কিছু দিন তার শরীর হাত,পাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা জনিত রোগে ভুগছিলেন। তাই সুস্থ হতে তিনি মান্নান কবিরাজের কাছ থেকে ওষুধ সেবন করছিলেন। এরই অংশ হিসেবে গত ১৩ এপ্রিল সাড়ে ১০টার দিকে ঝাড় ফুকের কথা বলে তাকে একটি মাঠে নিয়ে যায় মান্নান কবিরাজ ও ফারুক বিশ্বাস। সেখানে তাকে ভয় ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এদিকে, এ ঘটনায় গ্রেপ্তার হবার পর থেকে কবিরাজ মান্নান ও ফারুকের আত্মীয়-স্বজন এবং তাদের অন্যান্য সহযোগীরা আপসে মামলা তুলে নিতে নানা ভয় ভীতি ও হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা