আফগানিস্তানে সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০২১, ২১:৪৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মী ও সাবেক সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

নিহত নিমাত রাওয়ান আফগানিস্তানের সর্ববৃহৎ বেসরকারি টেলিভিশন তোলোনিউজের সাবেক সংবাদ উপস্থাপক। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জামাল নাসের জানান, বৃহস্পতিবার সকালে নিমাতকে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত শুরু করেছি।’

কোনো সংগঠন এখন পর্যন্ত এই হত্যার দায় স্বীকার করেনি। তবে সরকারি কর্মকর্তা ও পশ্চিমা শক্তিগুলো এ ধরণের সহিংসতার জন্য তালেবানদের দায়ী করে আসছে।

তাদের মতে, বড় ধরণের ক্ষয়-ক্ষতি না করে ভীতি ছড়ানোর জন্য তালেবানরা এই পদ্ধতি ব্যবহার করে।

আফগানিস্তানে গত কয়েক মাস ধরে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিচারকদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। দেশটিতে সহিংসতা ক্রমাগত বেড়েই চলছে। সরকারি নিরাপত্তাকর্মী ও তালেবানদের মধ্যে প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে।

২০০১ সালে উৎখাত হওয়ার পর থেকে তালেবানরা আফগানিস্তানের ‘বিদেশি মদদপুষ্ট’ সরকারকে উৎখাত করার চেষ্টা অব্যাহত রেখেছে। দীর্ঘ ২০ বছর অবস্থানের পর আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহার শুরু হয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ বাগলানের আরও একটি জেলা দখল করে নিয়েছে তালেবান। এর ফলে বাগলানের দুটি জেলা এখন তালেবানের দখলে। গাজনি প্রদেশে রাতের বেলা তালেবানদের হামলায় ছয়জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

আফগান সরকার জানায়, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬টি প্রদেশে তালেবানদের হামলায় ৫০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত ও আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাকর্মীদের হাতে কয়েক ডজন তালেবান সদস্য নিহত হয়েছেন। মার্কিন সেনা প্রত্যাহারের ফলে আফগানিস্তানে তালেবানরা আবার ক্ষমতা দখল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৬মে/কেআই

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ট্রাম্পের বিচার হবে কি না? প্রশ্নে বিভক্ত মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর ৯ মাসের জেল

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের নতুন প্রস্তাব ইসরায়েলের

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৫৫ 

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :