মানিকগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ২২:১৭
অ- অ+

মানিকগঞ্জের জরিনা কলেজ এলাকায় বাজারের ব্যাগ থেকে নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের জরিনা কলেজ এলাকায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সুফিয়া বেগম জানান, আমরা সকাল ৬টার দিকে স্থানীয় কয়েকজন হাটতে বের হয়েছিলাম। হঠাৎ হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে থাকা বাজারের ব্যাগে নবজাতক কন্যা শিশুর লাশ দেখতে পাই। তখন কি করব কিছুই বুঝে উঠতে না পেরে এলাকার আরো লোকজনদের খবর দেই। পরবর্তীতে স্থানীয় একজন ৯৯৯ এ কল করলে মানিকগঞ্জ সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে।

সদর থানার উপ-পরিদর্শক শাহ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় একজন জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে সেখান থেকে আমাদের বিষয়টি অবগত করা হয়। আমরা এখানে এসে দেখলাম একটি নবজাতক কন্যা শিশুর অপরিপক্ক ভ্রুন রাস্তার পাশে পড়ে আছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 
মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা
মানিকগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
অবাধ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে: লায়ন ফারুক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা