নতুন সাজে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২১, ১১:৩৯

নতুনভাবে সাজতে চলেছে গুগল। গুগলের নয়া আপডেট আসছে। নতুন আপডেটে ব্যবহারকারীদের দেওয়া হবে স্ক্রিনশটের সুবিধা। শুরুতে অ্যানড্রয়েড ব্যবহারকারীরাই সংস্থার নতুন এই বৈশিষ্ট্যটি উপভোগ করতে পারবেন।

গুগলের নতুন বিকল্পটি রাখা হয়েছে শেয়ারিং মেনুর নিচে কপি লিঙ্ক, সেন্ড টু ইউর ভিভাইস, কিউআর কোড এবং প্রিন্ট এর সারিতে।

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল তাদের শেয়ারিং মেনুটি আপডেট করেছে। নতুন আপডেটে এই মেনুতে তিনটি সারি যুক্ত করেছে গুগল। প্রথম সারিতে রয়েছে পৃষ্ঠার নাম , ইউআরএল এবং বর্তমান ওয়েবপৃষ্ঠার ফ্যাভিকনটি ।

দ্বিতীয় সারিতে রয়েছে ডিভাইসে থাকা সোশ্যাল মাধ্যমের তালিকা। আর শেষ সারিতে থাকছে নতুন বৈশিষ্ট্যযুক্ত স্ক্রিনশট সহ কপি লিঙ্ক, সেন্ড টু ইউর ভিভাইস , কিউআর কোড এবং প্রিন্ট এর মতো বিকল্পগুলোর তালিকা।

নতুন স্ক্রিনশট অপশনে ক্লিক করলে অ্যাপের ওপরে থাকা ঠিকানা বার সহ সমস্ত ওয়েবপৃষ্ঠার স্ক্রিনশটটি নেওয়া যাবে। তবে সেই সময় ডিভাইসের স্ক্রিনে প্রদর্শিত হবে তিনটি বিকল্প। এই বিকল্পের মধ্যে থাকবে ক্রপ, টেক্স এবং ড্র পরিষেবাগুলো।

ক্রপ বৈশিষ্ট্যের ফলে গ্রাহকরা নিজের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নেওয়া ছবিটি কাটতে পারবে। তবে এই ক্ষেত্রে ডিভাইসে ছবির রেশিও এবং ছবির শতাংশ দৃশ্যমান হয় না। অন্যদিকে টেক্সের মাধ্যেম ব্যবহারকারীরা ছবির সঙ্গে কোনও লেখা যুক্ত করতে পারে। এছাড়া সর্বশেষ বৈশিষ্ট্য ড্র এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবির পরিমাপ পরিবর্তন এবং রঙ পরিবর্তনের মতো সুবিধাগুলি উপভোগ করতে পারবে।

অন্যদিকে গুগল আরও একটি নতুন আপডেটও যুক্ত করেছে। এই নতুন আপডেটে জিমেইলে থাকা ছবি সরাসরি সংরক্ষণ করা যাবে গুগল ফটোসে । ব্যবহারকারীরা ‘সেভ টু ফটো’ বিকল্পের মাধ্যমে সংরক্ষণ করতে পারবে মেলে থাকা ছবিগুলো। তবে আপাতত ছবি সংরক্ষণের জন্য পাওয়া যাবে শুধু মাত্র জেপিজি ফরম্যাটটি। ছবির অন্যান্য ফরম্যাটগুলো কবে থেকে উপলভ্য হতে পারে সেই বিষয়ে গুগলে পক্ষে কিছু জানানো হয়নি।

(ঢাকাটাইমস/২জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :