বিএসএমএমইউতে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২১, ২১:৩৬
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে বিএসএমএমইউর বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য শারফুদ্দিন আহমেদ।

এ সময় বিএসএমএমইউর উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছে। যুদ্ধ বিধস্ত দেশকে পুনর্গঠন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের বিচার ও খুনীদের ফাঁসির রায় কার্যকর করেছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছে। উন্নয়নের ক্ষেত্রে বিশ্ব দরবারে বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে। মানুষ যা স্বপ্নেও ভাবেননি নিজস্ব অর্থায়নে সেই স্বপ্নের পদ্মা সেতুর কাজ অনেকটাই সম্পন্ন করেছে। মানুষ যা স্বপ্নেও ভাবেননি বাংলাদেশ আওয়ামী লীগ তা বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে।

শারফুদ্দীন আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় মহাকাশে উড়ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেল সহ দেশের মেগা প্রকল্পসমূহের কাজ চলমান রয়েছে। মেগা প্রকল্প সমূহ যেমন বাস্তবায়ন হচ্ছে একইভাবে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ অবশ্যই একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

উপাচার্য আজ ডি-ব্লকের সামনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। আমড়া, কামিনী ও বকুল ফুলসহ বিভিন্ন ধরণের ফল ও ফুলের চারা রোপণ করা হয়। সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে শারফুদ্দীন আহমেদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিজ নিজ বিভাগ ও অফিসসমূহ পরিস্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন।

এ সকল কর্মসূচিতে বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, ডিন মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক খন্দকার মানজারে শামীম, অধ্যাপক মাসুদা বেগম, অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমেদ, অধ্যাপক দেবব্রত বনিক, অধ্যাপক মোহাম্মদ হোসেন, প্রক্টর হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খানসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ জুন/এএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
রাজস্থানের চুরুতে ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত
গণহত্যার দায়ে শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা