গাইবান্ধায় দেয়ালচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২১, ২০:১০

গাইবান্ধা জেলা শহরের পুরাতন প্রধান পোস্ট অফিসের দেয়াল ধসে আইয়ুব আলী নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে শহরের ব্রিজ রোড় এলাকার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক আইয়ুব আলীর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া (মণ্ডলপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।

তিনি জানান, কয়েকদিন ধরে শহরের পুরাতন টিএন্ডটি অফিস ও প্রধান পোস্ট অফিস অপসারণের কাজ চলছিল। প্রতিদিনের ন্যায় সকালে শ্রমিকরা দেয়াল ভাঙার কাজ করছিল। বিকালে কাজ শেষ করার আগে হঠাৎ দেয়াল ভেঙে চাপা পড়ে শ্রমিক আইয়ুব আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে। পরে আইয়ুব আলীকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আইয়ুব আলীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :