বাংলাবাজার-শিমুলিয়ায় দ্বিমুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২১, ২০:২৯

মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ফেরি ও লঞ্চেঘাটে দ্বিমুখী যাত্রীদের অস্বাভাবিক চাপ বেড়েছে। শুক্রবার ভোর থেকে লকডাউন। তাই বৃহস্পতিবার বিকাল ৫টার পরপরই ঢাকাগামী যাত্রীদের ভিড় বেড়েছে। ঢাকাগামী যাত্রীদের মধ্যে বেশ কষ্টের ছাপ লক্ষ্য করা গেছে।

এই পরিস্থিতির কারণ জানতে চাইলে তোফাজ্জল হোসেন নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘সরকার চাইলে দুই-তিন দিন পর থেকে লকডাউন দিতে পারতো। ঈদের পরের দিনই ঢাকা যেতে হচ্ছে, পরিবারের সঙ্গে ভালোমতো সময়ও কাটাতে পারলাম না।’

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ‘বৃহস্পতিবার সকালের দিকে তেমন চাপ ছিল না। দুপুরের পর থেকেই ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় বাড়তে থাকে।’

এদিকে ঢাকামুখী যাত্রীদের পাশাপাশি ঘরমুখো যাত্রীদেরও বেশ চাপ রয়েছে। নুর-ই আলম নামে এক যাত্রী বলেন, ‘ঈদের দিন হুড়োহুড়ি করে বাড়ি যেতে চাই নাই। ঘাটে বেশ চাপ থাকে। এসে দেখি আজও একই অবস্থা।’

ফেরিঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে এ নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। নৌরুটে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। বেশির ভাগই মাইক্রোবাস, প্রাইভেটকার মোটরসাইকেল। নৌরুটে অস্বাভাবিক স্রোত থাকায় ফেরি চলাচলে নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফলে ঘাটে গাড়ির চাপ বেশি।

এদিকে বাংলাবাজার লঞ্চ ঘাটে কোনো স্বাস্থ্যবিধি নেই। ধারণ ক্ষমতা অর্ধেক থাকার কথা থাকলেও যাত্রী নেয়া হচ্ছে কয়েকগুণ বেশি।

অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় বেড়েছে ঘাটে। তবে এখনও ঘরমুখী যাত্রীদের চাপ রয়েছে। তাই ঘাট এলাকায় উভয়মুখী চাপ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘দুপুরের পর থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। একইসঙ্গে সকাল থেকে ঘরমুখো যাত্রীদের বেশ চাপ রয়েছে।’

(ঢাকাটাইমস/২২জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :