ভারত থেকে আসা অক্সিজেন সিরাজগঞ্জে খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৫:৩৬ | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ১৪:৩৬

ভারত থেকে আমদানি করা ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বাংলাদেশে পৌঁছেছে। দিল্লি থেকে ১০টি কনটেইনারে করে পাঠানো ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি রবিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এরপর সেগুলো খালাস করা হয়।

সেখানে থেকে অক্সিজেনবাহী গাড়িতে করে সড়কপথে ঢাকায় নেওয়া হবে এসব অক্সিজেন। পরে দেশের হাসপাতালগুলোতে এগুলো সরবরাহ করা হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন শনিবার রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। রবিবার সকালে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

বেনাপোল বন্দরে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০টি কনটেইনারবাহী ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি রওনা হয়ে রবিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। সেখান থেকে সড়কপথে ঢাকায় নেয়া হবে তরল মেডিকেল অক্সিজেন।

গতকাল শনিবার ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ চক্রধরপুর বিভাগের টাটানগরে একটি ইনডেন্ট স্থাপন করা হয়। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিকটন তরল অক্সিজেন ভরার কাজ শেষ করে। চালনটি টাটানগর থেকে বেনাপোল স্থলবন্দরের দিকে রওয়ানা দেয় ট্রেনটি। পরে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় রেলের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে প্রবেশ করে। পরে বিশেষ অক্সিজেন এক্সপ্রেসটি সিরাজগঞ্জে আসে।

ঢাকাটাইমস/২৫ জুলাই/এআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

গবেষণায় ভালো করলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে: বিএসএমএমইউর উপ-উপাচার্য

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

তাপমাত্রার মতোই বেড়েছে সবজি ও মাছ-মাংসের দাম

১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ, দুই জেলায় অতি তীব্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :