রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৪, ২০:০৩

তীব্র দাবদাহে অসহায় দিনমজুর, রিকশাওয়ালা ও পথচারী মানুষের মাঝে ঢাকা মহানগরীর ৩৫টি স্পট সুপেয় পানি, স্যালাইন ও হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট এবং ছাতা বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

শুক্রবার ফার্মগেট (আনন্দ সিনেমা হল সংলগ্ন) এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

তীব্র তাবদাহে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ১৩তম টিম সদর ঘাট টার্মিনালের ভিআইপি গেটে সর্বসাধারণের জন্য সুপেয় পানি, স্যালাইন ও হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

এছাড়া মহানগর দক্ষিণের ধানমণ্ডি-৩২, ধানমণ্ডি-৩/এ, কামরাঙ্গীরচর, নিউ মার্কেট, শাহবাগ, ২৩বঙ্গবন্ধু এভিনিউ, যাত্রাবাড়ী মোড়, ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট, মতিঝিল, পল্টন, কাকরাইল মসজিদ, তাঁতীবাজার মোড়, চকবাজার, কমলাপুর, দৈনিক বাংলা মোড় এই কার্যক্রম পরিচালনা করে যুবলীগের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তরের যেসব এলাকায় চলে কার্যক্রম গাবতলী, শ্যামলী, মোহাম্মদপুর (টাউন হল), ফার্মগেট, মহাখালী, বনানী (আতাতুর্ক এভিনিউ), গুলশান-১, গুলশান-২, পল্লবী, উত্তরা (রাজলক্ষ্মী), বাড্ডা (লিংক রোড), ভাটারা (নতুন বাজার), রামপুরা, মিরপুর-১, মিরপুর-১০, ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় তেজগাঁও।

উদ্ধাধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যুবলীগ হলো মানবিক যুবলীগ। তাই আজকে যখন তীব্র তাবদাহে সর্বসাধারণের কষ্ট হচ্ছে, তখন আমাদের যুবলীগের নেতা-কর্মীরা ঘরে বসে নাই।’

পরশ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো মানবতার নেত্রী। তিনি আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন সুপেয় পানি নিয়ে, আপনাদের তৃষ্ণা মিটাবার জন্য, আপনাদের কষ্ট লাঘব করার জন্য। তেমনি তিনি বিশ্ব দরবারে শান্তির দূত হিসাবে নিজেকে তুলে ধরেছেন। তিনি গাজায় নিপীড়িত-শোষিত মানুষের অধিকারের কথা বলিষ্ঠ কণ্ঠে বলেছেন।’

শেখ পরশ আরও বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্র দায়িত্বে আছেন বলেই হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়েছে। বাংলার ইতিহাসে আওয়ামী লীগই একমাত্র স্থিতিশীল, সাংবিধানিক, গণতান্ত্রিক সরকার কায়েম রেখেছে। বর্তমান সরকার স্থিতিশীল বলেই দেশে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে, বিস্ময়কর উন্নয়নমূলক অর্জন সম্ভব হয়েছে। শেখ হাসিনার মতো একজন দক্ষ রাষ্ট্রনায়ক রাষ্ট্রীয় দায়িত্বে আছেন বলেই বাংলাদেশ সারা বিশ্বে সমীহ অর্জন করেছে। সমগ্র বিশ্বে শেখ হাসিনার সরকারের স্থিতিশীলতার জন্য প্রশংসা পাচ্ছে।’

বিভিন্নস্থানে সুপেয় পানি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ,মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, ক্রীড়া সম্পাদক মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উপ মুক্তিযোদ্ধা সম্পাদক খন্দকার রিয়াজ দক্ষিণের ৩৭ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মো. আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামসহ অনেকেই।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :