বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে  ভোটার শূন্য কেন্দ্র

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ০৮:৫৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। ব্যালটের মাধ্যমে এ দুই উপজেলায় ভোটগ্রহণ করা হচ্ছে।

তবে সকাল থেকে উপকূলীয় এ দুই উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় ভোটার শূন্য ছিল অধিকাংশ কেন্দ্র। আবহাওয়া স্বাভাবিক হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ উপজেলায় চারজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

অন্যদিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, রামগতি ও কমলনগরে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৪ হাজার ৯৭৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ দুই হাজার ৬০ জন। নারী ভোটার এক লাখ ৮২ হাজার ৯১২ জন।

(ঢাকাটাইমস/০৮মে/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :