ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে হতাশায় ভুগছে বিএনপি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৪, ১৮:৪৬| আপডেট : ২৯ মে ২০২৪, ১৯:০৭
অ- অ+

জাতীয় সংসদ নির্বাচন পর উপজেলা পরিষদ নির্বাচনে ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে বিএনপি। এজন্য তারা হতাশয় ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের বিষয়বলি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে উপজেলা নির্বাচন সফল করা সত্যিই চ্যালেঞ্জ। এই নির্বাচিনকে ঘিরে কত মিথ্যাচার, অপপ্রচার। গত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরেও বিএনপির গলাবাজী আগের তুলনায় বেড়ে গেছে৷ তাদের মিথ্যার থেমে নেই। তারা মাঠের রাজনীতিতে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ কিন্তু মিথ্যাচার করেই যাচ্ছে। তবে ব্যর্থতার কারণে বিএনপি হতাশ। তাদের সবশেষ আন্দোলন দেখলাম লিফলেট বিতরণ। তারা ভেবেছিল জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে৷ মানুষ মারা যাবে। তাদের এই স্বপ্ন কর্পুরের মতো উড়ে গেছে৷ একটি মানুষও না খেয়ে মারা যায়নি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে— ভোটারের উপস্থিতি ৩৫ শতাংশের কিছু বেশি। আগামীকাল চূড়ান্ত ফলাফল জানা যাবে৷ গত ধাপে প্রাথমিকভাবে ৩০ শতাংশ। পরে তা ৩৭ শতাংশ ছাড়িয়ে গেছে৷ অবাধ ও নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোট দিতে পেরেছেন। নির্বাচন কমিশন যতেষ্ট তৎপর ছিল।’

নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন,

শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ তবে এখন পর্যন্ত প্রাণহাণির কোনো সংবাদ আমরা পাইনি। ভোটারদেরও ধন্যবাদ জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

(ঢাকাটাইমস/২৯মে/জেএ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ 
সন্ত্রাসী ইমনের সহযোগী এজাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, টাঙ্গাইলে দাফন
২০ আসামির মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ আবরারের মায়ের
ময়মনসিংহের ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা