ডিএসসিসির বিরুদ্ধে জমি দখল করে মাঠ তৈরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৪, ১৭:৪১
অ- অ+

কোনো ধরনের অধিগ্রহণ বা ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই লালবাগের রাজ নারায়ণ ধর রোডে জমি দখল করে মাঠ তৈরির অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিরুদ্ধে। মেয়র বরাবর দফায় দফায় আবেদন করেও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জমির মালিক লালবাগের রাজ নারায়ণ ধর রোডের বাসিন্দা মো. ইকবাল হোসেন। সংবাদ সম্মেলনে তার স্বজনরাও উপস্থিত ছিলেন।

ইকবাল জানান, লালবাগের রাজ নারায়ণ ধর রোডের শহীদনগর মিনি স্টেডিয়াম প্রকল্পের মাঠের প্রায় সাড়ে কাঠা জমির মালিক তিনি এবং মো. ইউসুফ রাব্বি। ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর ডা. একেএম আহম্মাদের থেকে সাফ কবলা দলিলে কিনে নেন এবং পৈত্রিক সূত্রেও জমির মালিক হন। সিটি জরিপ হলে তার নিজের নামে ২৩৪১ ৮২৬৪ খতিয়ানের ৬৫৫৯ (অংশ), ৬৫৬১, ৬৫৭০ এবং ৬৫৭৯ (অংশ) দাগে সরকারের খাজনা পরিশোধ করছেন।

দখল করা জমি ফেরত পেতে বা ক্ষতিপূরণের জন্য ডিএসসিসি মেয়রের কাছে ২০০১ সালের ২০ জুন, ২০২০ সালের জানুয়ারি চলতি বছরের ১৯ মে তিনটি আবেদন করেন। কিন্তু বিষয়ে মেয়রের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। সিটি করপোরেশনের সি.এস-৯০ (অংশ) ৯১ (অংশ) ৯৪ (অংশ) দাগের দক্ষিণের তার সি.এস ৯২ (অংশ), ৯৩ (অংশ) নম্বর দাগের জমির অবস্থান। ওই জমি ডিএসসিসি অধিগ্রহণ না করেই খেলার মাঠ তৈরি করতে দখল করেছে। ক্ষেত্রে কোনো নোটিশ বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দীর্ঘ ২৩ বছর ধরে দখলে রাখা জমির খাজনাসহ অন্যান্য কর পরিশোধ করে আসছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন ডিএসসিসির দখল করা জমি ফেরত দিতে বা ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএসসিসির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের হস্তক্ষেপ দাবি জানান।

(ঢাকাটাইমস/২৯মে/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা