৩৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে যেসব উপজেলায় নির্বাচন হওয়ার কথা তা হয়নি। ৮৭ উপজেলায় নির্বাচন হয়েছে। নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে। প্রশাসন তৎপর ছিল বলে ভালো নির্বাচন হয়েছে। তারা প্রশংসার দাবিদার। দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন সফল হয়েছে। যে সব ঘটনা ঘটেছে তা নির্বাচনকে প্রভাবিত করতে পারেনি।’
হাবিবুল আউয়াল জানান, খুবই সীমিত পরিসরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে। দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংঘর্ষ ঘটনায় ৬ জন আহত হয়েছে। একজন প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৮৭টি উপজেলায় বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এদিন সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।
তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯টি ও পরে অন্যান্য কারণে আরও ৩টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯মে/এলএম/এসআইএস)

মন্তব্য করুন