কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৪, ১৬:৫৩
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে অর্ধ গলিত একটি মৃত চিত্রা হরিণ।

মঙ্গলবার রাত আটটার দিকে সৈকতের সী ভিউ আবাসিক হোটেলের সামনে জোয়ারের পানিতে এটি ভেসে ওঠে। হরিণটির শরীরের লোম (পশম) উঠে সাদা চামড়া বেরিয়ে গেছে। বাম পায়ের অর্ধেক অংশ নেই। পিছনের দিক গলে গেছে। বের হচ্ছে পচা দুর্গন্ধ।

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে হরিণটি ভেসে আসতে পারে।

তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ধারণা করছেন হরিণটি ঘূর্ণিঝড় রেমালের পূর্বেই মরা গেছে।

পরে ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে সুন্দরবন পানিতে তলিয়ে গেলে হরিণটি পানির সঙ্গে সমুদ্রে ভেসে যায়।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, এনিমেল লাভার্সের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে তিনি সৈকতে এসে অর্ধ গলিত মৃত হরিণটিকে দেখতে পান। ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে আলোচনা করে হরিণটি মাটিচাপা দিবেন বলে জানান এই বন কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের বাইরে অন্য কোনো পথ গ্রহণযোগ্য নয় : মঈন খান
নীলফামারী জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা
এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় ১২ দলীয় জোটের নিন্দা
রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা