দিনাজপুরে ইমদাদ, সুনীল ও সহিদুজ্জামান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৯ মে ২০২৪, ২০:২১
অ- অ+

দিনাজপুরের তিনটি উপজেলায় ইমদাদ সরকার, সুনীল কুমার সাহা ও সহিদুজ্জামান শাহ্ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী দিনাজপুর সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ।

চিরিরবন্দর উপজেলায় দোয়াত-কলম প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহসানুল হক মুকুল।

খানসামা উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের জয়ের পর মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ আহমেদ
ঘন কুয়াশায় পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা চারটি
ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা, পুনর্গঠনে প্রয়োজন ১০ বিলিয়ন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই : টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা