যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন গ্রেপ্তার

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ফুলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।
আওয়ামী লীগ নেতা মিলনের বিরুদ্ধে জমি দখল, হামলা, লুটপাটসহ বেশিকিছু অভিযোগ রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর যশোরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মিলনসহ আওয়ামী লীগের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর এ মামলা করেন।
(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএম/এজে)

মন্তব্য করুন