বি. চৌধুরীর মৃত্যু: কখন কোথায় জানাজা দাফন

প্রয়াত রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীকে দাফন করা হবে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরের মজিদপুর দয়াহাটায়।
রবিবার চতুর্থ ও শেষ জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ৮টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর বারিধারার ৮ নম্বর সড়কে বায়তুল আতিক জামে মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে।
সূত্র জানিয়েছে, রবিবার সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পড়ুুন>> সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন
প্রবীণ রাজনীতিবিদ, বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী শুক্রবার রাত ৩টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এফএ)

মন্তব্য করুন