ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৪, ২৩:৫৪
অ- অ+

এবার ইসরায়েল থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল। গাজা ইস্যুতে ইসরায়েলের অমানবিক আচরণের সমালোচনায় শুরু থেকে সরব ছিলেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। এরই প্রেক্ষিতে দিই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে।

বুধবার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিল আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। তবে এ ব্যাপারে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। এর ফলে বিষয়টি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ মে) ব্রাজিলের উপরাষ্ট্রদূতকে ডেকেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ, গাজায় নির্বিচার হামলা ও সাধারণ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানোয় ইসরায়েলের সমালোচনায় মুখর ছিল লাতিন আমেরিকার এ দেশ।

‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে’ মন্তব্য করে ইসরায়েলকে জার্মান নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

গত ফেব্রুয়ারিতে ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের এমন মন্তব্যে বেজায় ক্ষিপ্ত হয়ে দখলদার ইসরায়েল লুলাকে অবাঞ্চিত ঘোষণা করে। সেসময় রাষ্ট্রদূত ফেদ্রিকো মেয়ারকে ‘পরামর্শের’ জন্য ডেকে পাঠিয়েছিল ব্রাজিল।

এদিকে বার্তাসংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, ব্রাজিল এখনই নতুন করে কোনো রাষ্ট্রদূতকে নিয়োগ দেবে না। যার অর্থ লাতিন আমেরিকার সর্ববৃহৎ ও শক্তিশালী অর্থনীতির দেশটি ইসরায়েলের সঙ্গে আপাতত কূটনীতিক সম্পর্ক গুটিয়ে আনছে।

(ঢাকাটাইমস/২৯মে/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাইনি সন্দেহে ভারতে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা
শহীদদের মর্যাদা দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: দুদু
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা