ঢাকাসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
মিয়ানমারের মালউইক শহরের ২৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজশাহী, সিলেট, যশোর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘ঢাকা, চট্রগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি— ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে।’
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/২৯মে/এসআইএস)

মন্তব্য করুন