মাগুরায় দুই ভাইয়ের খুনের বিচার দাবিতে মিছিল ও মানববন্ধন

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৪, ২০:১০
অ- অ+

মাগুরার দুই ভাই খুনের মামলায় আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।

হত্যাকাণ্ডের ৫ মাস পার হলেও এ মামলার রহস্য উদ্ঘাটন ও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

এ সময় নিহত সবুজের স্ত্রী আলেয়া খাতুন ও ছোট ভাই আব্দুল্লাহসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মায়ের সঙ্গে বাবার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে এসেছিল নিহত সবুজের ছোট্ট শিশু সন্তান আল রাফি (৫)। এ সময় সে কেঁদে কেঁদে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই” বলে স্লোগান দিতে থাকে।

মামলার বাদী আবুল কালাম জানান, এজাহার ভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিহতের পরিবারকে প্রকাশ্যে মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করছে। অথচ আসামি গ্রেপ্তারের বিষয়ে পুলিশের তৎপরতা কম রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কালিমুল্লাহ জানান, দুই সহোদর হত্যা মামলার ১০ জন আসামির মধ্যে ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা