বগুড়ায় ভোট কেন্দ্র দেখতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৪, ১৮:০৫
অ- অ+

বগুড়ার শাজাহানপুরে ভোট কেন্দ্র দেখতে গিয়ে পুকুরে ডুবে আজমাইন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে পুকুর থেকে আজমাইনের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

নিহত আজমাইন শাজাহানপুর উপজেলার মানিকদিপা পূর্বপাড়া গ্রামের আব্দুল মমিনের একমাত্র সন্তান।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১২টার দিকে আজমাইন মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দেখতে যায়। দুপুরে বাড়ি না ফিরলে পরিবারের লেকজন তার খোঁজ করতে থাকেন। বিকাল সাড়ে তিনটার দিকে ভোট কেন্দ্র সংলগ্ন পুকুরে আজমাইনের লাশ ভেসে উঠে। পরে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, একটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে আমরা খবর পেয়েছি। ভোট দেখতে গিয়েই পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে কিনা সঠিক বলা যাচ্ছে না। তবে ভোট কেন্দ্রের পাশেই পুকুরটি। খবর পেয়ে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামিন পেলেন মডেল মেঘনা আলম
৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
ভারত-পাকিস্তানকে ‘সংযম প্রদর্শনের’ আহ্বান চীনের
অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা