সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৪, ১৩:৪২| আপডেট : ২৮ মে ২০২৪, ১৪:৫৪
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. আনাস (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ পানিতে ভাসমান অবস্থা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ পুলস্থ ডিএনডি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো. আনাস নাসিক ১ নম্বর ওয়ার্ডস্থ মিজমিজি টিসি রোড এলাকার স্থায়ী বাসিন্দা আলহাজ আলমাসের ছেলে।

নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, সে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করায় অন্য ছাত্ররা বাসায় ফিরে আসলেও আনাস ফেরেনি। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিল না তারা। হঠাৎ আজ শুনতে পারে তার মরদেহ ডিএনডি খাল থেকে উদ্ধার করা হয়েছে।

মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, সকালে আমরা খোঁজ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্ত হবে কি না প্রশ্ন করলে তিনি বলেন, না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ স্বাভাবিক মৃত্যু যেহেতু পরিবারের সঙ্গে কথা বলে দেখি।

(ঢাকা টাইমস/২৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ 
সন্ত্রাসী ইমনের সহযোগী এজাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, টাঙ্গাইলে দাফন
২০ আসামির মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ আবরারের মায়ের
ময়মনসিংহের ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা