একযুগে ঢাকা টাইমস, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আত্মপ্রকাশের ১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ করেছে পাঠকনন্দিত গণমাধ্যম ঢাকা টাইমস। এ উপলক্ষে বুধবার দুপুরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সকাল থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেনে ঢাকা টাইমস কার্যালয়ে বিভিন্ন শুভান্যুধায়ী উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি বলেন, ‘ঢাকা টাইমস তার প্রতিষ্ঠালগ্ন থেকে সততার সঙ্গে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। ঢাকা টাইমস বরাবরই এই প্রতিশ্রুতি মাথায় রেখে আগামীতেও কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার পক্ষে দৃঢ় অবস্থান ঢাকা টাইমসের ছিল, আছে, থাকবে সবসময়।’
বিজ্ঞাপনদাতাসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আরিফুর রহমান দোলন বলেন, ‘বিগত দিনের মতো শতবাধা উপেক্ষা করে আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করার যে স্বপ্ন, তাতে অবিচল থাকব।‘ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ঢাকা টাইমসের পথচলায় সবার সহযোগিতা চান সম্পাদক।
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শুভানুধ্যায়ীরা ঢাকা টাইমসের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এক যুগে পদার্পণ উপলক্ষে বুধবার দৈনিক ঢাকা টাইমসের বিশেষ সংখ্যা বের হয়েছে
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঢাকা টাইমস অল্পসময়ে হয়েছে পাঠকনন্দিত। দেশ-বিদেশের নানা খবরে ফেলেছে সাড়া। ১১ বছরের যাত্রাপথে ঢাকা টাইমসের প্রত্যয়দীপ্ত পথচলার মূল সহায়ক শক্তি পাঠক, বিজ্ঞাপনদাতাসহ দেশ-বিদেশে অগণিত সুহৃদ ও সহযাত্রীরা। দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য ঢাকা টাইমস সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আরিফুর রহমান দোলনের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।
২০১৩ সালের ১৪ মে আনুষ্ঠানিক যাত্রা করে মূলধারার এই গণমাধ্যম প্রতিষ্ঠান।
(ঢাকাটাইমস/২৯মে/এলএম/কেএম)

মন্তব্য করুন