জানাজা থেকে ফেরার পথে ট্রাকচাপায় জামাই-শাশুড়িসহ নিহত ৩

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ০৮:৩০

শেরপুরের নকলায় ট্রাকচাপায় জামাই শাশুড়িসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই যাত্রী।

নিহতরা হলেন- রাজা মিয়া (৫৫), জাবেদা বেগম (৭৫) ও আবেদা খাতুন (৩৬)। এরমধ্যে রাজা মিয়া ও জাবেদা বেগম সম্পর্কে শাশুড়ি ও মেয়ে জামাই।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, ‘ঘটনাস্থলে দুজন মারা গেছেন। ময়মনসিংহ নেওয়ার পথে আবেদা খাতুন নামে আরেকজনের মৃত্যু হয়। জানা গেছে, তারা জানাজা থেকে ফিরছিলেন।

(ঢাকাটাইমস/০৮মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :