৩৩ রানেই ৩ উইকেট নেই জিম্বাবুয়ের 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ মে ২০২৪, ১৭:৫৭ | প্রকাশিত : ০৭ মে ২০২৪, ১৭:১৮

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে মাত্র ৩৩ রানেই তিন উইকেট হারিয়েছে সফরকারীরা। জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই আঘাত হানেন সাইফউদ্দিন। এর পর আঘাত হানেন তানজিম হাসান তামিম। তামিমের আবারও আঘাত হানেন সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তাদিওয়ানাশে মারুমানি ও জয়লর্ড গাম্বি। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাবেন এই দুই ব্যাটার। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি সাইফউদ্দিন। সাইফউদ্দিনের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান জয়লর্ড গাম্বি। তার বিদায়ে ১৬ রানেই প্রথম উইকেট হারায় সফরকারীরা।

সাইফউদ্দিনের পর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন তানজিম হাসান তামিম। তানজিম হাসান তামিমের শিকার হয়ে ৮ বলে ৫ রান করে ব্রায়ান বেনেট পথ ধরেন প্যাভিলিয়নের। তার বিদায়ে ২২ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা। ২২ রানে ২ উইকেট হারানোর পর ক্রেইগ আরভিনকে নিয়ে জুটি গড়েন ক্রেইগ আরভিন। তবে এই জুটিকেও বেশিদূর এগোতে দেননি মোহাম্মদ সাইফউদ্দিন। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৭ বলে ৭ রান করা ক্রেইগ আরভিন। যার ফলে ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে সফরকারীরা।

এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় সফররত জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এর পরেই জুটি গড়েন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। এর মাঝেই ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়েজেন তাওহিদ হৃদয়। এই জুটির কল্যাণে বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাওহিদ ৫৭ রান করে ফিরে গেলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৭মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :