উপাচার্যের পদত্যাগ চেয়ে কুবি শিক্ষক সমিতির দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২৪, ১৮:২৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা।

মঙ্গলবারবেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘এতো অনিয়মের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেছি উনার (উপাচার্য) সঙ্গে কিন্তু তিনি সেখানে আমাদের ওপর সন্ত্রাসী দিয়ে হামলা করিয়েছেন। তিনি অনেক সময় কার্যালয় ছেড়ে বের হয়ে গেছেন। এভাবে একটা পর্যায়ে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছি। উনি সন্ত্রাসী দিয়ে আমাদের শান্তিপূর্ন কর্মসূচির ওপর হামলা করিয়েছেন। এভাবে তো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না।’

কুবির এই শিক্ষক নেতা আরও বলেন, ‘আমাদের কর্মসূচি চলমান, আমরা মনে করি একজন অনৈতিক, অন্যায্যকারী উপাচার্যের নেতৃত্বে একটা বিশ্ববিদ্যালয় কোনোভাবে নিরাপদ না। আমরা যে ক্লাসে ফিরব, ক্লাস রুমেও আমরা নিরাপদ না। আমরা মনে করি এবিষয়ে সরকার পদক্ষেপ নিবে। কোনো ব্যক্তির জন্য এত বড় একটা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।’

শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতা বলেন, ‘আমাদের এক দফা দাবি, দাবি আদায় করে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তা কারো জন্য মঙ্গলজনক না।’

এর আগে সোমবার প্রথমদিনের অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি।

(ঢাকাটাইমস/০৭মে/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দুই ঘণ্টা কর্মবিরতি

‘ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমায় বঙ্গবন্ধুর প্রাজ্ঞ নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা’

‘বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসকে ভাষা আন্দোলন থেকে বিচার করলে তা হবে আংশিক’

ময়লা-আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের

মধ্যরাতে মসজিদে ঘুমন্ত ছাত্রী, ইমামকে সাময়িক বরখাস্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা

ঘূর্ণিঝড় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া বিজ্ঞপ্তি

আপিলেও বহাল ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স কোর্স বন্ধের নির্দেশ মন্ত্রণালয়ের

‘প্রত্যয়’ স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :