জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত ২৬ মে ২০২৪ তারিখের পরীক্ষা এবং ৫ জুন, ২৭ জুন ২০২৪ তারিখের পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২৬ মে ২০২৪ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ জুন ২০২৪ তারিখ। আর ৫ জুন ২০২৪ তারিখের পরীক্ষা হবে ৬ জুন ২০২৪ তারিখ, ২৭ জুন ২০২৪ তারিখের পরীক্ষা হবে ২৯ জুন ২০২৪ তারিখ।
গত ১৮ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার জন্য আহ্বান করা হলো। ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হলো।
(ঢাকা টাইমস/২৮মে/এসএ)

মন্তব্য করুন