তুচ্ছ ঘটনায় যুবকের লাঠির আঘাতে শিশু নিহত

​​​​​​​ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৪, ২৩:৩১
অ- অ+
নিহত আসিফ হোসেন, ছবি-সংগৃহীত।

ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের লাঠির আঘাতে আসিফ হোসেন (১১) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমার নদে ঘটনা ঘটে।

নিহত আসিফ (১১) ওই গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

পুলিশ স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে আসিফ হোসেন কুমার নদে বড়শি দিয়ে মাছ ধরছিল। সময় একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে সনি পানি ঘোলা করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডার হয়। এক পর্যায়ে সনি বাঁশের লাঠি দিয়ে আসিফকে আঘাত করে। সময় বাঁশের মাথার সুচালো অংশ আসিফের ঘাড়ে ঢুকে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সনি।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টা, স্বামী আটক
সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে: দুদু
জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: বিএনপি
অনলাইন নিউজ পোর্টালের জন্য যেসব সুপারিশ করেছে সংস্কার কমিশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা