‘ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমায় বঙ্গবন্ধুর প্রাজ্ঞ নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ মে ২০২৪, ১৯:৩২
অ- অ+

বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন) কর্তৃক বাংলাদেশ জাতিরাষ্ট্রের উত্থান শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

অধ্যাপক হারুন-অর-রশিদ তাঁর বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসকে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব অথবা (১৯৪৮-৫২) ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বিচার করলে তা হবে আংশিক, অপূর্ণাঙ্গ। বাংলাদেশ রাষ্ট্রের উত্থানকে বুঝতে হবে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক আত্মপরিচয়ের নির্মাণের ধারাবাহিকতায়। এই আত্মপরিচয় নির্মাণের বিকাশধারায় বাংলা ভাষার বিবর্তন, বাঙালির সংশ্লেষণবাদী ধর্মবিশ্বাস এবং স্বতন্ত্র জীবনধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করে বাঙালির আত্মপরিচয়কে পরিপূর্ণতা দিয়েছে।

(ঢাকা টাইমস/২৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা