রাতে আবারও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২৪, ১৩:৪৬

আর কিছুদিন পরেই শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। তবে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারের তিক্ত স্বাদ পেতে হয় নাজমুল শান্তর দলকে। এই সিরিজ শেষে হতে না হতেই আরও একবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে এটি দ্বিপাক্ষিক লড়াই বা আন্তর্জাতিক ম্যাচ নয়। বিশ্বকাপের আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে এই দুই দল।

এই ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ ভেন্যুতে ম্যাচ খেলার প্রথম সুযোগও পাবে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। কোনো স্বীকৃত ম্যাচ এটি নয়।

এই ম্যাচটি অবশ্য কোনো চ্যানেল সম্প্রচার করবে না। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ লিটন দাসদের এদিন নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ। যদিও শেষ ম্যাচে অবিচ্ছিন্ন শতরানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। আজ লিটন ও শান্তর ফর্মে ফেরার পালা।

অফিসিয়াল স্বীকৃতি না থাকায়, এই ম্যাচে চাইলে পুরো স্কোয়াডের সবাইকে বিভিন্ন সময় মাঠে নামাতে পারবে বাংলাদেশ। এক্ষেত্রে আইসিসির নিয়মের শিথিলতা থাকবে। বিশ্বকাপের জন্য মূল একাদশ পরখ করে নেয়ার ক্ষেত্রে এই ম্যাচের প্রতি তাই থাকবে বাড়তি নজর।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ১ জুন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তারপর ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযানে নামবে টিম বাংলাদেশ।

বিশ্বকাপের আগে দলগুলির প্রস্তুতি ম্যাচের পালা শুরু হয়ে গেলে সোমবারই। তিনটি ম্যাচ হয়েছে এ দিন। ডালাসে নেপালকে ৬৩ রানে হারিয়েছে কানাডা, ত্রিনিদাদে পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেটে হারিয়েছে ওমান, উগান্ডাকে ৫ উইকেটে হারিয়েছে নামিবিয়া। মঙ্গলবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ ছাড়াও ফ্লোরিডায় শ্রীলঙ্কা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

(ঢাকাটাইমস/২৮মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :