কিশোরগঞ্জের চার উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কিশোরগঞ্জের চার উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল চারটা পর্যন্ত।
জেলার ইটনা, মিঠামইন, করিমগঞ্জ ও তাড়াইল- এই চার উপজেলার ভোটাররা তাদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ভোটের মাধ্যমে বিজয়ী করবেন।
এই চার উপজেলায় চেয়ারম্যান পদে ইটনায় পাঁচজন, মিঠামইনে তিনজন, করিমগঞ্জে আটজন ও তাড়াইলে দুইজন প্রার্থী চুড়ান্ত ভোট যুদ্ধের মাধ্যমে বিজয়ী হবেন- এমনটিই প্রত্যাশা সবার।
এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ইটনায় ছয়জন, মিঠামইনে পাঁচজন, করিমগঞ্জে চারজন এবং তাড়াইলে সাতজন প্রার্থীর চূড়ান্ত ভোটযুদ্ধে ভাগ্য নির্ধারিত হবে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার উপজেলার মধ্যে ইটনায় তিনজন, মিঠামইনে তিনজন, করিমগঞ্জে চারজন এবং তাড়াইলে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সচেতন মহলের ধারণা, চার উপজেলার জনগণ আগামী পাঁচ বছরের জন্য ৫৮ প্রার্থীদের মধ্য থেকে ১২ জনকে তাদের উপজেলার জনপ্রতিনিধি নির্ধারণে নিশ্চয়ই সময়োপযোগী, উন্নয়ন এবং জনতার বিপদে যারা পাশে থাকবেন, তাদেরকেই বিজয়ী করবেন।
(ঢাকাটাইমস/২৯মে/এজে)

মন্তব্য করুন