পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার দিবাগত রাত থেকে সিলেটে তুমুল ঝড়ো-হাওয়া আর ভারি বর্ষণ হয়েছে। প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল।
টানা দু-দিন ভারি বৃষ্টি হওয়ায় পানি জমে ডুবে গেছে সিলেটের হাওড়-বাওড়।
মঙ্গলবার দুপুর পর্যন্তও ভারি বৃষ্টি অব্যাহত ছিল। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেটে গত ২৪ ঘণ্টায় ২৪৯ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যের পাশে অবস্থিত উপজেলাগুলোতে পাহাড়ি ঢল নেমে পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার হাওড়গুলো।
সিলেটের সুরমা, কুশিয়ারা, লোভা ও সারীসহ সবগুলো নদ-নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। অতিবৃষ্টি আর ঝড়ো হাওয়ার ফলে সিলেটের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না মোবাইল ফোনে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে এ অঞ্চলে।
(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/পিএস)
মন্তব্য করুন