টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ মে ২০২৪, ০০:৩৩ | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ০০:০২

সম্প্রতি স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিন। এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

জাহিদ মালেক গত ৭ জানুয়ারির নির্বাচনে মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত সংসদে তিনি স্বাস্থ্যমন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাপক সমালোচিত হন। এরপর চলতি সংসদে নির্বাচিত হলেও তিনি মমন্ত্রিসভায় জায়গা পাননি।

‘টাইম ১০০ স্বাস্থ্য’ শীর্ষক এই প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়।

এতে বলা হয়, জাহিদ মালেক দায়িত্বে থাকার সময় দুর্নীতির অভিযোগ এড়িয়ে গেছেন। দুর্নীতির কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। করোনা মহামারির শুরুতে নিজের প্রতিক্রিয়ার জন্যও তীব্র সমালোচনার সম্মুখীন হন। তবে তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি আয়োজন করেন যার ফলে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশীয় দেশটিতে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল। যার জন্য তিনি প্রশংসিতও হয়েছেন।

এছাড়াও ২০২৩ সালে কালাজ্বর (ভিসারাল লেশম্যানিয়াসিস) নির্মূল করার জন্য বাংলাদেশ ইতিহাস তৈরি করেছিল। এটি মাছি দ্বারা সংক্রামিত একটি রোগ। এর চিকিৎসা না করা হলে ৯৫ শতাংশ ক্ষেত্রে মৃত্যু হয়।

একইসঙ্গে গত বছর বাংলাদেশ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, মশা দ্বারা সংক্রামিত একটি দুর্বল পরজীবী রোগ নির্মূল করতে সফল হয়েছে। এই জোড়া সাফল্যের মাধ্যমে ইতিহাসের প্রথম জাতি হিসেবে বাংলাদেশ এক বছরে দুটি রোগ নির্মূল করেছে। রোগ নির্মূলে নেতৃত্বদানের জন্য দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রশংসিত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শিশুমৃত্যুর হার ব্যাপকভাবে কমানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে স্বীকৃতিও পেয়েছিলেন জাহিদ মালেক। তিনি বাংলাদেশে হলুদের মধ্যে সীসার উপাদান কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন। হলুদের মধ্যে সীসার উপাদান থাকার ফলে শিশুদের জ্ঞানীয় বিকাশ ব্যাহত হয় এবং প্রতি বছর হাজার হাজার মৃত্যুর জন্য দায়ী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কভার প্রতিবেদন করেছিল প্রভাবশালী এই মার্কিন গণমাধ্যমটি।

(ঢাকাটাইমস/০৭মে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী সিমিন

প্রাথমিকে ৪৬ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হাইকোর্টে স্থগিত

ডয়েচে ভেলেকে ‘গাজায় গণহত্যা’ নিয়ে প্রামাণ্যচিত্র তৈরির আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী 

রাজধানীতে ট্রাফিক এডুকেশন সেন্ট্রার চালু করছে ডিএমপি

রেমালের তাণ্ডব: তিন উপজেলায় নির্বাচন স্থগিত

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

জাপানে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন, শতভাগ অনলাইনে

মৌসুমের আগেই নিয়ন্ত্রণের বাইরে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি, উচ্চ ঝুঁকিতে ১৮ ওয়ার্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :