‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৪, ১৭:০১| আপডেট : ২৮ মে ২০২৪, ১৭:২৯
অ- অ+

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রেজিয়া খাতুন (৪৮) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পীরগঞ্জের মালগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫) একই উপজেলার কানাড়ি গ্রামের মৃত ধনীবুল্লার ছেলে মো. এনতাজুল (৪৪)

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সোমবার সকালে পীরগঞ্জ থানার ৯নং সেনগাঁও ইউনিয়নের কানাড়ি গ্রামের একটি আম বাগান থেকে রেজিয়া খাতুনের (৪৮) লাশ উদ্ধার করা হয়। ঘটনায় নিহত রেজিয়া খাতুনের ছেলে জুলফিকার আলী রুবেল পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, মামলার বাদী জুলফিকার আলীর মা রেজিয়া খাতুন তার স্ত্রী ফেন্সি আক্তার (২৭) গ্রামে থাকেন। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। গত রবিবার রাত আনুমানিক পৌনে ৯টার সময় জুলফিকার আলী তার স্ত্রীকে ফোন দিয়ে মায়ের খোঁজ নিতে চাইলে তার স্ত্রী বলেন তার মা বাড়ির বাহিরে গেছেন। পরবর্তীতে তার মা বাড়িতে ফিরে না আসলে তার স্ত্রী এবং বাড়ির অন্য লোকজন রেজিয়া খাতুনকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে পীরগঞ্জ থানার ৯নং সেনগাঁও ইউনিয়নের কানাড়ি গ্রামে মো. জাহিরুল ইসলামের আম বাগানের ভিতর রেজিয়া খাতুনের লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, রেজিয়া খাতুনকে গ্রেপ্তারকৃতরা কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তারা রেজিয়ার মুখ চেপে ধরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ডিআইওয়ান আব্দুল মতিনসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা