রেমালের তাণ্ডব: তিন উপজেলায় নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৪, ১৫:৪৬| আপডেট : ২৮ মে ২০২৪, ১৬:১৩
অ- অ+

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতির কারণে আরও তিন উপজেলা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা গুলো হচ্ছে, নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।

সড়ক সংযোগ বিচ্ছিন্ন এবং ইভিএম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এসব উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৯ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। খালিয়াজুরী উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন ঘটা এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, তৃতীয় ধাপে বুধবার ১০৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতির কারণে সোমবার ১৯ উপজেলা নির্বাচন স্থগিত করে ইসি। এর মাধ্যমে তৃতীয় ধাপে সর্বমোট ২২ উপজেলার ভোট স্থগিত করলো ইসি। ফলে আগামীকাল রিমালে মোট ৮৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৮মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা