আর্মড পুলিশের প্রধানের দায়িত্বে সেলিম মো. জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৪, ১৩:২১| আপডেট : ২৮ মে ২০২৪, ১৪:১৪
অ- অ+

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর। বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার পরিচালক পদে কর্মরত আছেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. জাহাঙ্গীর বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। গতবছরের আগস্টে তিনি অতিরিক্ত আইজিপি হন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনএসআইয়ের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, সেলিম মো. জাহাঙ্গীর বর্তমানে ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন। ২০১৮ সাল থেকে তিনি সেখানে দায়িত্ব পালন করছেন। গতবছর ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। এর আগে ২০১৫ সাল থেকে দুইবছর র‌্যাবের পরিচালক ছিলেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এবং কক্সবাজারের এসপি ছিলেন।

সেলিম মো. জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা শেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং তিনবার আইজিপি ব্যাজ পেয়েছেন।

(ঢাকাটাইমস/২৯মে/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার 
বেনাপোল দিয়ে দুই দিনে ১৩৩ ট্রাক ফল আমদানি
সাবেক বিচারপতি আবদুর রউফের শ্রদ্ধায় হাইকোর্টে বিচার কার্যক্রম বন্ধ
ইজতেমা মাঠ বুঝে পেলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্ব শুরু ১৪ ফেব্রুয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা