ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে দিতে পারে ডাবের পানি!

ফিচার ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৪, ১৫:৩১
অ- অ+

প্রচন্ড এই গরমে তৈলাক্ত ত্বক তো বটেই, শুষ্ক ত্বকেরও একাধিক সমস্যা দেখা দেয়। রোদে বেরোলে একদিকে যেমন মুখের ট্যান পড়ে, তেমন অন্যদিকে মুখের জেল্লা যায় হারিয়ে। ত্বকের গ্লো ফিরিয়ে আনতে হয়তো দামি কসমেটিক ব্যবহার করছেন আপনি।

কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনার হাতের কাছেই রয়েছে এমন একটি জিনিস, যা আপনার ত্বক করে তুলবে আগের মতোই জেল্লাদার। তা হলো ডাবের পানি।

ত্বক চিকিৎসকরা সবসময় বাজার চলতি কসমেটিক ব্যবহার করার থেকে অনেক বেশি জোর দেন প্রাকৃতিক উপাদানের ওপর। যেমন- ট্যান তোলার জন্য ব্যবহার করতে পারেন টমেটো। মুখের তৈলাক্ত ভাব দূর করার জন্য বেসন।

কিন্তু ডাবের পানি এমন একটি প্রাকৃতিক উপাদান, যা আপনার ত্বকের সব সমস্যাকে গায়েব করে দিতে পারে নিমেষে।

ডাবের পানি শুধু খেলেই হবে না, মাখতে হবে মুখে। ডাবের পানিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মুখের কালো ছোপ, বলি রেখা নিয়ন্ত্রণে আনে। এছাড়া ডাবের পানিতে থাকে ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিড, যা ত্বকের জেল্লা বাড়ায়।

ডাবের পানি খাওয়ার পাশাপাশি প্রতিদিন ক্লিনজার হিসেবেও আপনি এটি ব্যবহার করতে পারেন। প্রতিদিন ডাবের পানি মুখে মাখলে আপনার ত্বক টানটান থাকবে। এছাড়া মশ্চারাইজার হিসাবে ডাবের পানি ব্যবহার করলে ব্রণ থেকে হওয়া ক্ষত দ্রুত সেরে যায়।

ডাবের পানি খেলে একদিকে যেমন ত্বকের পানিশূন্যতা দূর হয়, তেমন আদ্রতাও ফিরে আসে।

জানলে হয়তো অবাক হয়ে যাবেন, ডাবের পানিতে থাকা সাইটো কিনিন আপনার বার্ধক্যের লক্ষণগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই শরীরকে ভেতর থেকে এবং বাইরে থেকে সুন্দর করে রাখার জন্য সবসময় সঙ্গে রাখুন ডাবের পানি।

(ঢাকাটাইমস/২৮মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলেন রিজভী
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
উত্তেজনা এড়াতে ভারত-পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা