উপজেলা নির্বাচন উপলক্ষে ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণায়ের নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাচন উপলক্ষে ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভোটগ্রহণের দিন বুধবার (৮ মে) সব ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণায়ের নির্দেশ মোতাবেক ১৪১ টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ বুধবার (০৮ মে) নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় উক্ত নির্বাচনি এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট চালু থাকবে।’
(ঢাকা টাইমস/০৭মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন