চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শুরু হওয়া শিক্ষার্থীদের চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার বিকালে একাডেমিক কার্যক্রম নিয়ে সিন্ডিকেটের সভা হবে। সভার কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত হলে অবস্থান করতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। ওইদিন বিকালের মধ্যে ছাত্রদের ও শুক্রবার সকালের মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার বিকালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী শান্ত ও তৌফিক নিহত হন। সহপাঠীদের মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে চুয়েট শিক্ষার্থীরা। আন্দোলনের সময় সড়ক অবরোধ করে রাখেন তারা। ওই সময় শাহ আমানত পরিবহনের একটি বাসও পোড়ানো হয়। বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এরপর রাত সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যান চলাচল শুরু হয়।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন