চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ২১:৪১ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৪, ২০:১৮

শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শুরু হওয়া শিক্ষার্থীদের চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার বিকালে একাডেমিক কার্যক্রম নিয়ে সিন্ডিকেটের সভা হবে। সভার কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত হলে অবস্থান করতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। ওইদিন বিকালের মধ্যে ছাত্রদের ও শুক্রবার সকালের মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত সোমবার বিকালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী শান্ত ও তৌফিক নিহত হন। সহপাঠীদের মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে চুয়েট শিক্ষার্থীরা। আন্দোলনের সময় সড়ক অবরোধ করে রাখেন তারা। ওই সময় শাহ আমানত পরিবহনের একটি বাসও পোড়ানো হয়। বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এরপর রাত সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যান চলাচল শুরু হয়।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুনামগঞ্জে ৮ মে দিরাই ও শাল্লায় নির্বাচন: প্রার্থীদের নিয়ে চলছে ভোটের হিসাব নিকাশ

সিরাজগঞ্জে প্রার্থীর পক্ষে গোপন বৈঠক: ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

সুজানগরে বিপুল টাকা ও ১০ সহযোগীসহ চেয়ারম্যান প্রার্থী শাহীন আটক

চুয়াডাঙ্গায় বজ্রসহ শিলাবৃষ্টি, শীতল বাতাসে জনমনে স্বস্তি

ফরিদপুরে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনায় ৩টি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা 

নষ্ট হচ্ছে জাটকা অভিযানে জব্দ মূল্যবান জেলে নৌকা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

বরগুনায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

এই বিভাগের সব খবর

শিরোনাম :