পূবাইলে শিশুকে ধর্ষণেচেষ্টার অভিযোগে কিশোর আটক

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২১, ১৬:৫৫
অ- অ+

গাজীপুরের পূবাইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিম শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সকালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত তুহিনকে (১৭) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শিশুটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তুহিন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্ত তুহিনকে ধরে পূবাইল থানা পুলিশকে জানায়। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে ভিকটিমসহ থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্ত শেষে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে বুধবার দুপুরে আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এসএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
রাজস্থানের চুরুতে ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত
গণহত্যার দায়ে শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা