টোকিও অলিম্পিক থেকে বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১১:০২| আপডেট : ০১ আগস্ট ২০২১, ১১:৩১
অ- অ+

টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নেয়া ছয়জনের মধ্যে পাঁচজন বাদ পড়েছিলেন আগেই। শেষ ভরসা ছিলেন অ্যাথলেট জহির রায়হান। এবার হতাশ করলেন তিনিও। অ্যাথলেটিকসের ৪০০ মিটারে অংশ নেয়া জহির নিজের সেরা টাইমিংকেই ছাড়িয়ে যেতে পারেননি। ফলে প্রথম হিটেই বিদায় নিতে হয়েছে তাকে। আর এর মধ্যদিয়ে বাংলাদেশের টোকিও অলিম্পিকের মিশনও শেষ হয়েছে।

জহিরের জন্য পদক পাওয়াটা ছিল অনেকটা বিলাসিতা। অবশ্য পদকের আশা নিয়ে যাননি তিনি। এবারের অলিম্পিকে নিজের সেরা টাইমিং অতিক্রম করার লক্ষ্য নিয়েই দেশ ছাড়েন। সেই উদ্দেশ্যেই অংশ নেন অ্যাথলেটিকসের ৪০০ মিটারে।

৪৭.৩৪ সেকেন্ড ছিল তার সেরা টাইমিং। আজ তা থেকেও সময় নিয়েছেন ০.৯৬ বেশি। তিন নম্বর হিটে প্রতিদ্বন্দ্বিতা করা আট প্রতিযোগীর মধ্যে তিনি হয়েছেন অষ্টম। ফলে বিদায়ঘণ্টা বেজে গেছে তার।

আর এরই মাধ্যমে টোকিও অলিম্পিককে বিদায় বলে দিল বাংলাদেশ। আর্চারিতে রোমান সানা এক রাউন্ড টপকালেও দিয়া সিদ্দিকী বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। তার আগে শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ঘরে ফিরেছেন সবার আগে।

এছাড়া দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ যথারীতি হিট থেকে বিদায় নিলেও দুইজনই ক্যারিয়ার সেরা টাইমিং করায় সবাই তৃপ্তির ঢেকুর তুলেছেন। তবে অ্যাথলেটিকসের ৪০০ মিটারে অংশ নেয়া জহির রায়হানের লক্ষ্যও ছিল নিজের সেরা টাইমিং করা। কিন্তু পারেননি তিনি।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা