অনলাইনে জুয়ার প্রচারণা, দুই যুবকের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা

অনলাইন জুয়ার প্রচারণার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে পাঠানো মেসেজের ভিত্তিতে এই ব্যবস্থা নেয় পুলিশ।
শনিবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন সচেতন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামে দুজন যুবক এলাকার কমবয়সি ছেলেদের অনলাইন জুয়া খেলায় আসক্ত করছে। তারা নেতৃত্ব দিয়ে অনলাইন জুয়া খেলাকে এলাকায় জনপ্রিয় করছে এবং নিজেরা তা থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে। তাদের কারণে এলাকার অনেক শিশু, কিশোর ও যুবক পড়া ও কাজ ফেলে বিপথগামী হচ্ছে। বার্তাটি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লাকে পাঠিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। পরে আড়াইহাজার থানার ওসি এটি প্রাথমিকভাবে তদন্ত করেন। পরে তিনি অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।
এছাড়া, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় এ ধরনের বিপথগামিতা থেকে শিশু কিশোর যুবকদের মুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/এএ/জেবি)

মন্তব্য করুন