যে কারণে ৮ মাস পর বিয়ের খবর জানালেন অপূর্বর দ্বিতীয় স্ত্রী

তৃতীয়বারের মতো বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত ৩১ আগস্ট এমন খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। পরে অপূর্বও জানান, হ্যা, সত্যি তিনি বিয়ে করছেন। এর এক দিন পরই ১ সেপ্টেম্বর অভিনেতার দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি গণমাধ্যমকে জানান, তিনিও বিয়ে করেছেন। তাও আবার ৮ মাস আগে।
তাহলে এত আগে বিয়ে করে অপূর্বর বিয়ের খবর প্রকাশের পর সে কথা কেন জানালেন নাজিয়া? তিনি বলেন, ‘ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখলাম আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি পরকীয়া করে বিয়ে করেছি। তাই অপূর্বর সঙ্গে আমার কবে বিচ্ছেদ হয়েছে, আমরা কবে বিয়ে করেছি, সেটা পরিষ্কার করতেই বিষয়টি এখন গণমাধ্যমে জানালাম।’
অপূর্বর সঙ্গে ডিভোর্স ও দ্বিতীয় বিয়ের তারিখে জানিয়ে নাজিয়া বলেন, ‘অপূর্বর সঙ্গে ছয় মাস আলাদা থাকার পর ডিভোর্স পেপারে সই করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আমরা ডিভোর্সের খবর প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। এরপর আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’
নাজিয়ার দ্বিতীয় স্বামীর নাম মাহবুব পারভেজ। তিনি করপোরেট অঙ্গনে চাকরি করেন। তার সঙ্গে পরিচয় ও বিয়ের ঘটনা জানিয়ে নাজিয়া বলেন, ‘পারভেজের সঙ্গে আমার ও অপূর্বর পরিচয় আমাদের বিচ্ছেদের প্রায় এক বছর পর। আমার তখন কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর মানসিক অবস্থা ছিল না। আমি পারভেজকে জানাই পারিবারিকভাবে প্রস্তাব দিতে। প্রস্তাব দেওয়ার পর পারভেজকে আমার মা-বাবা পছন্দ করেন এবং খুবই ছোট পরিসরে আমাদের বিয়ে সম্পন্ন হয়।’
এর আগে অভিনেতা অপূর্বর সঙ্গে নাজিয়ার বিয়ে হয় ২০১১ সালের ১৪ জুলাই। পারিবারিকভাবেই অদিতিকে বিয়ে করেছিলেন তিনি। তাদের সংসারে ৬ বছর বয়সী আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুকে বিচ্ছেদের কথা জানান অদিতি।
সেই বিচ্ছেদের বছর গড়াতেই এবার এক যুক্তরাষ্ট্রপ্রবাসীকে বিয়ে করেছেন অপূর্ব। নাম শাম্মা দেওয়ান। যুক্তরাষ্ট্রেই তার জন্ম ও বেড়ে ওঠা। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। এখন সেখানকারই একটি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তিনি ব্র্যান্ড ম্যানেজার। বিয়ে উপলক্ষে সপ্তাহখানেক আগে তিনি ঢাকায় এসেছেন।
বৃহস্পতিবার অপূর্বর বাসায় শাম্মার সঙ্গে তার কাবিন সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়-স্বজন। এরপর সন্ধ্যার পর থেকে রাজারবাগের একটি কনভেনশন সেন্টারে অপূর্ব ও শাম্মার বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে পরিবার ও আত্মীয়-স্বজন ছাড়াও আমন্ত্রিত কিছু অতিথিও উপস্থিত ছিলেন।
‘বড় ছেলে’ খ্যাত এই অভিনেতা প্রথম বিয়ে করেন ২০১০ সালের ১৮ আগস্ট মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু মাত্র ছয় মাস টিকেছিল সে সংসার। প্রভার সাবেক প্রেমিক রাজিবের সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা এবং আপত্তিকর কিছু ভিডিও প্রকাশ হওয়ায় ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি তাকে ডিভোর্স দেন অপূর্ব।
ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এএইচ

মন্তব্য করুন