পাবনায় দুই কারখানাকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪

ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে দেশজুড়ে র‌্যাবের অভিযানের অংশ হিসেবে পাবনায়ও চলছে অভিযান। ভেজাল খাদ্য ও ওষুধ উৎপাদন ও বিক্রির অভিযোগে পাবনা শহরের অনতি দূরে নলদহ বাজার এলাকায় দুটি ফ্যাক্টরিকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য ও ওষুধ উৎপাদন, মজুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১২, সিপিসি পাবনা ক্যাম্প অভিযান চালায়।

মঙ্গলবার বিকালে থেকে পাবনা র‌্যাব কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানকালে পাবনা নলদহ বাজার এলাকায় হ্যাপি ফুড এন্ড বেভারেজ কোম্পানিতে অভিযান চালিয়ে নকল খাদ্রদব্য ও অবৈধ ওষুধ উৎপাদন করায় কোম্পানির মালিক সৌহার্দ বসাক সুমনকে দুই লাখ টাকা জরিমানা ও নকল খাদ্যদ্রব্য ও অবৈধ ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া পাবনা সদরের রামানন্দপুর এলাকায় লিপি ফুড অ্যান্ড বেভারেজ নামে অপর একটি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ আক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :