সপরিবারে করোনা আক্রান্ত মিরাজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৮

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বর্তমানে তিনি পুরো পরিবারসহ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

মিরাজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘মিরাজ গত চারদিন আগে করোনা পজিটিভ হয়েছে। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। ওর পুরো পরিবার করোনা আক্রান্ত হয়েছে।’

লাল বলের স্পেশালিস্ট ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি আজ থেকে আয়োজন করেছে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ। সেখানে মুমিনুল-নাজমুলরা ‘এ’ দলের হয়ে লড়বে এইচপি দলের বিপক্ষে। সিরিজে মিরাজের ‘এ’ দলের হয়ে খেলার কথা ছিল।

এদিকে ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মুমিনুল হকের নাম প্রথমে ঘোষণা করা হয়েছিল। যদিও পারিবারিক কারণে শেষ পর্যন্ত প্রথম ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে চারদিনের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয়টি ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর। সাদা পোশাকের ম্যাচ দুটি শেষ হলে তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সূচি বদল করে ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে এই দুটি ম্যাচ। শেষ ম্যাচটি হওয়ার কথা ৪ অক্টোবর। সেখানের শুরুর দুটি ম্যাচ খেলবেন মুশফিকুর রহিম।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :